বিশ্বকে সবুজায়ন করছে চীন ও ভারত, বলছে নাসা

 

- Advertisement -

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জলবায়ু হুমকির মধ্যেই ইতিবাচক খবর দিলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি সবুজও হচ্ছে বলে এক গবেষণায় নাসা জানিয়েছে। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বিশ্বে সবুজায়নে চীন ও ভারত সবচেয়ে বেশি অবদান রাখছে বলে দাবি করা হয়েছে। সিএনএন

সম্প্রতি স্যাটেলাইটের ব্যাপক ভিত্তিক চিত্র পর্যালোচনা করেছে নাসা। সংস্থাটি ছবিগুলো থেকে যে তথ্যগুলো পেয়েছে তার অন্যতম হলো, জনবহুল চীন ও ভারত শুধু জনসংখ্যার জন্যই বিশ্বে পরিচিত নয় তারা সবুজ বৃক্ষরাজির জন্যও শীর্ষে অবস্থান করছে।

স্যাটেলাইট ইমেজগুলোতে দেখা গেছে, এই দেশগুলোতে মোট সবুজ এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ ভাগ। চীন ও ভারতের বর্ধিত প্রায় ২০ লাখ স্কয়ার মাইল সবুজ এলাকা অ্যামাজনের প্রায় মোট রেইনফরেস্টের সমপরিমাণ বলে নাসা জানিয়েছে।

চীন ও ভারতের সবুজ এলাকার পরিমাণ বাড়লেও তাতে বিশ্বে বন নিধন ও এর ক্ষতিকর প্রভাব হ্রাস করার ক্ষেত্রে তেমন কোন ভূমিকা রাখতে পারছে না। তবে দেশ দুটি অন্তত বিশ্বব্যাপী এক তৃতীয়াংশ সবুজায়নের জন্য বিশেষভাবে ভূমিকা রেখেছে। তারা বনায়ন ও কৃষি কাজের মাধ্যমে সবুজ ভূমি বৃদ্ধি করছে বলে নাসার গবেষণা দাবি করছে।

সর্বশেষ