ইরানে এক ভয়াবহ আত্মঘাতি বোমা হামলায় ২৭ সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি সামরিক বাসকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালালে হতাহতের ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। আল-জাজিরা, বিবিসি, নিউইয়র্ক টাইমস
গত বুধবার ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ডের সদস্যরা সিস্তান-বালুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকা টহল দিয়ে ফিরছিলো। পথে পেতে রাখা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হলে সৈন্যরা নিহত হন। খাস-জাহেদান রোডে সন্ত্রাসীদের চালানো বোমা হামলায় আরো অন্তত ১০ জন সৈন্য আহত হয়েছে বলে রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর স্থানীয় শাখা জানিয়েছে।
হামলাটি স্থানীয় তাকফিরি গোষ্ঠী চালিয়ে থাকতে পারে। সুন্নি মতালম্বী এই তাকফিরিরা অন্যান্যদের ইসলামের অবিশ্বাসী হিসেবে আখ্যা দেয়ায় প্রায়ই হামলার চেষ্টা করে বলে গার্ড বানিহী অভিযোগ করেছে।
এদিকে এই হামলার জন্য মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পোল্যান্ডের ওয়ারশোতে শুরু হতে যাওয়া ইরান বিরোধী সম্মেলনের আগে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে তাদের অভিযোগ।
অন্যদিকে, সীমান্তবর্তী এই এলাকাটি আফিম পাচারের জন্য বেশ পরিচিত। এখানে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিচ্ছিন্নতাবাদি ও পাচারকারীদের সঙ্গে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটলেও এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি মুসলিমদের স্বশস্ত্র সংগঠন জইশ আল-আদল।