বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

শাহজালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ বিদেশি ঔষধ আটক

 

- Advertisement -

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ ঔষধসহ একজন যাত্রীকে আটক করেছে। যাত্রীর নাম হলো নুর মোহাম্মদ রিয়াদ। তার পাসপোর্ট নং: BF 0265654।

শুল্ক গোয়েন্দা বিভাগ শুক্রবার অভিযান চালিয়ে এসব ঔষধ আটক করে। ঔষধগুলো হলো, Neoral cap ৩,২০০ পাতা, Mixtard inj ৬০০ পাতা, Novorapid inj ৮০ পাতা, Duplaston ট্যাবলেট ৬০০ পাতা Clomid tab ৭০ পাতা Miacahcic nasal স্প্রে এবং Mestinon ১৭ বোতল।

আটক নুর মোহাম্মদ রিয়াদ কায়রো, মিশর থেকে G 9511 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক রাত ৯ টায় অবতরণ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। নুর মোহাম্মদ রিয়াদ ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা ৪ টি লাগেজ খুলে বিদেশি ঔষধগুলো আটক করা হয়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ঔষধ আমদানি করা যায়না। সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে রাত ১১ টায় এসব পণ্য জব্দ করা হয়। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। আটককৃত যাত্রী ও পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ