শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

খালেদা জিয়া হাঁটা চলা করতে পারছেন না : কারা চিকিৎসক

 

কারা চিকিৎসক মাহমুদুল হাসান বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাঁটা চলা করতে পারছেন না। স্বাস্থ্যের অবস্থা উন্নতি বা অবনতি কিছুই হয়নি।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে আমাদের সময় ডট কমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেগম জিয়া আগের মতোই আছেন। তাকে ওষুধ দেয়া হচ্ছে, ওষুধ নিচ্ছেন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

শনিবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ওয়াহিদুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসনকে যেখানে রাখা হয়েছে সেখানে তাঁর চিকিৎসা সম্ভব নয়। বর্তমানে যে অবস্থায় আছেন তাতে শরীর আরও খারাপ হতে পারে এবং প্যারালাইজড হওয়ারও শঙ্কা রয়েছে।

অনস্টপ সার্ভিসের মাধ্যমে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা না করালে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো সময় অন্ধ হয়ে যেতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. কুদ্দুস।

সরকারের সিদ্ধান্তহীনতার কারণে প্রতিনিয়ত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ