- Advertisement -
বিএনপির কেন্দ্রীয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা’র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা যায়, শনিবার রাত ৯টায় ইমপালস হাসপাতালে লুনার কর্ট ডি ইন্সটালেসন (Crt-D Installation) অস্ত্রোপচার করা হয়। দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, প্রায় অর্ধযুগ আগে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলী রাজধানীর মহাখালী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।