দেশের প্রথম টানেলের খননকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১১ টায় চট্টগ্রামে এই কাজের উদ্বোধন করেন। এরআগে সকাল ১০ টায় চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মিত হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আরো রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। এর মধ্যে চীন সরকারের অর্থ সহায়তা দেবে ৫ হাজার ৯১৩ কোটি টাকা। দুই টিউবের মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। এর সঙ্গে টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভারব্রিজ নির্মাণ করা হবে।।