spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে সাংবাদিক আতাউল হাকিমের জানাজা সম্পন্ন

spot_img

সিরাজুল আলম টিপু: : চট্টগ্রাম প্রেস ক্লাবের দুই বারের সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আতাউল হাকিমের জানাজা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে তার মত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এদিকে আতাউল হাকিম দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। তিনি জানান,(গতকাল) বুধবার বিকালে রাউজানের সুলতানপুর ইউনিয়নের চিটিয়াপাড়া গ্রামের চৌধুরী বাড়িতে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আতাউল হাকিমের কর্মজীবন শুরু হয় দৈনিক আজাদী পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে। এছাড়া তিনি সাপ্তাহিক বন্দরনগরী নামে একটি পত্রিকায়ও কাজ করেন। সাংবাদিক আতাউল হাকিম লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার জানাজায় অংশ নেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি শহীদ-উল আলমসহ বিভিন্নস্তরের গণমান্য ব্যক্তিরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ