তৌহিদুর রহমান: চট্টগ্রাম মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোলায়মান হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে পুরাতন চান্দগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
চমেক সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে পুরাতন চান্দগাঁও থানার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহন হন সোলায়মান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোলায়মান ওই এলাকার নুরুল হকের ছেলে।