spot_imgspot_img
spot_imgspot_img

মাস্তানি করে নেতা হওয়া যাবে না : ওবায়দুল কাদের

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: পেশির জোর খাটিয়ে কিংবা বিল বোর্ড পোস্টার লাগিয়ে আওয়ামী লীগের নেতা হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । শনিবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

সম্মেলন শুরুর আগে দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন নেতার নামে স্লোগান দেয়া হয় সম্মেলন থেকে। এতে ক্ষুব্ধ কাদের বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা আছে। এটা বাড়াবাড়ি হয়েছে। স্লোগান দিয়ে নেতা বানানো যাবে না। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দিয়ে নেতা হওয়া যায় না। মাস্তানি করে নেতা হবার দিন শেষ। দলের দুঃসময়ে যারা নেতৃত্ব দিয়েছে। সুখে-দুঃখে দলের সঙ্গে ছিল, তারাই হবে নেতা।’

স্লোগানরতদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের স্লোগানে কি নেতা বানাব? ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে যাদের বিলবোর্ড-ব্যানার বেশি ছিল, তারা কেউই নেতা হননি। নেতা হয়েছে দলের নিয়ম অনুযায়ী।’

তিনি আরো বলেন, ‘বুয়েটের আবরার হত্যাকারীর মতো কর্মী আমাদের দরকার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় মারামারি করে, এমন লোক আমাদের দরকার নেই। রাজশাহীতে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয়, এমন কর্মী আমাদের দরকার নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘এতো আঘাত, রক্তপাত ও সংঘাত সহ্য করে এগিয়ে যায় আওয়ামী লীগ। যারা ভাবেন একটা ধাক্কা দিলে আওয়ামী লীগ পড়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ