spot_imgspot_img
spot_imgspot_img

গ্রাহকের কাছে লকডাউনে বিদ্যুতের ভুতুড়ে বিল

spot_img

প্রিয় সংবাদ ডেস্ক :: লকডাউনের সময় গ্রাহকের কাছে বিদ্যুতের ভুতুড়ে বিল পাঠানোর অভিযোগ উঠেছে। গ্রাহকরা বলেছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো অন্যান্য মাসের তুলণায় ২ মাসে অতিরিক্ত বিল করেছে।

- Advertisement -

তাদের অভিযোগ মিটারে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছে বিল করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ইউনিটের।

এই অবস্থায় চরম বিপাকে পড়া গ্রাহকদের ভুতুড়ে বিল দ্রুত সমন্বয় করা হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সরকারি অফিস খোলার প্রথম দিন সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই আশ্বাসের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেছেন, লকডাউনের কারণে মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের মিটার দেখতে পারেনি। আগের কয়েক মাসের বিল দেখে আনুমানিক বিল তৈরি করেছেন। এ কারণে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে।

তিনি বলেন, গ্রাহকদের এই অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ইতিমধ্যে বিদ্যুৎ কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছেন। বলেছেন, কোনোভাবেই গ্রাহককে অতিরিক্ত বিল গুনতে হবে না। এ নিয়ে গ্রাহকদের ঘাবড়ানোর প্রয়োজন নেই।

পরবর্তীতে এই বিল সমন্বয় করা হবে। প্রতিমন্ত্রী চলতি জুন মাস পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেয়া যাবে বলে জানিয়েছেন। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেয়া যাবে বলে জানানো হয়েছিল। প্রতিমন্ত্রী এই সময়সীমা আরও এক মাস বাড়িয়ে দিয়েছেন।

এদিকে বিতরণ কোম্পানিগুলো করোনার কারণে অনেক জায়গায় প্রিন্ট করা বিলের বদলে এসএমএস করে বিল পাঠাচ্ছে বলে জানা গেছে। যারা এ ধরনের এসএমএস পেয়েছেন, তারা ব্যাংকে বিল দিতে গিয়ে বিপাকে পড়ছেন। কারণ ব্যাংক বলছে তারা এসএমএস’র বিল নেবে না।

যদিও এসব গ্রাহককে মোবাইল অ্যাপস ব্যবহার করে বিল দেয়ার অনুরোধ জানাচ্ছে বিতরণ কোম্পানিগুলো। বিল পরিশোধের পর ফিরতি এসএমএস সংরক্ষণ করে রাখার জন্যও বলা হচ্ছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ