আগামী ১৪ জুন আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে টেলিভিশন কেনার ধুম চলছে রাজধানীতে। টেলিভিশন কেনার চাহিদা বাড়ায় টেলিভিশনের ওপর বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো।
গোল পেস্টের দিকে তীক্ষ্ণ নজর রাজনের। গোল করতে পারলেই পাবেন কুপন, সেই কুপনের বিজয়ী হলে মিলবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড যাওয়ার সুযোগ।
তবে গোল করার সুযোগটি পাওয়া যাবে টেলিভিশন কিনলে। ক্রেতারাও এমন সুযোগ দেখে ভিড় করছেন শোরুমগুলেতো। রাজধানীর উত্তরা, বায়তুল মোকাররমসহ দেশি-বিদেশি ব্রান্ডের শোরুমগুলোতে একই চিত্র।
ভোক্তারা বলে, বিশ্বকাপ সামনে রেখে বন্ধু বান্ধব পরিবারের সবাই মিলে খেলা দেখার জন্যে টিভি কিনছি।
চাহিদা মেটাতে কর্তৃপক্ষগুলোতে হাজির হয়েছেন নানা ধরণের অফার নিয়ে।
স্যামসাং ইলেক্ট্রনিক্সের মার্কেটিং ম্যানেজার মো নাহিদ হাসান বলেন, আমরা যেকোন টিভির ক্ষেত্রে মিনিমাম ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ছাড় দিচ্ছি। কাস্টমর ১৯৯০০ টাকার মধ্যেই ৩২ ইঞ্চি টিভি কিনতে পারছে।
ট্রান্সকম ইলেক্ট্রনিক্স এর ডেপুটি ম্যানেজার বলেন, আমরা খুব ভালো কোয়ালিটির টিভি খুব কম দামেই দিচ্ছি। আমরা যা অফার দিচ্ছি তাতে গ্রাহকরা ভালো কিছু পাচ্ছে। আগামী ৫ থেকে ৬ দিনে আরও বিক্রি বাড়বে।
তবে সাধ আর সাধ্য নিয়ে রয়েছে ভিন্ন মতামত। ক্রেতারা বলেন, যাদের এলইডি টিভি নাই। তাদের জন্যে আরেকটু ছাড় দিলে মনে হয় ভাল হতো।
সবার চাওয়া, বিনোদনের এই মাধ্যমটি ক্রয়ক্ষমতার মধ্যেই থাকুক।