টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিঃ নিহত ১

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩০) একজন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী। সে শরণার্থী শিবিরের সি ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে।

ওই দিন রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন এ ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হাসান বারী নূর বলেন, এপিবিএন সদস্যরা গুলি বিনিময়ের পর নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের একটি পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে।

তিনি বলেন, ইব্রাহিম জাকিরের নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপে জড়িত ছিল।

তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এপিবিএন সদস্যরা সন্দেহভাজন একজনকে আটক করেছে এবং এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সর্বশেষ