spot_imgspot_img
spot_imgspot_img

দুবাইয়ে বাংলাদেশ দল, বিশ্রামে কাটবে প্রথম দিন

spot_img

এশিয়া কাপে অংশ নিতে নিরাপদে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দুবাই রওনা হয় বাংলাদেশ। রাতেই বাংলাদেশ দলকে বহনকারী বিমান দুবাইয়ে পৌঁছায়।

- Advertisement -

টানা অনুশীলন ও ম্যাচের আবহে নিজেদের ঝালিয়ে নেওয়ায় বুধবার অনুশীলনের সূচি নেই বাংলাদেশের। বিশ্রামেই কাটবে ক্রিকেটারদের সারাবেলা। দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের একটি থিওরিটিক্যাল ক্লাস নেওয়া কথা রয়েছে। যেখানে এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজেদের পরিকল্পনা বলে দেবেন শ্রীরাম। এগিয়ে যাওয়ার রোডম্যাপও বুঝিয়ে দেবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামই বাংলাদেশ দলের ‘হেড কোচ।’ ভারতের সাবেক অলরাউন্ডারের আইপিএলের বিভিন্ন দল ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে নতুন শুরুর ডাক দিয়েছে তার প্রথম পদক্ষেপ শ্রীরামকে যুক্ত করা। তবে রাতারাতি তিনি দলের খোলনলচে পাল্টে দেবেন এমনটা কেউ মনে করছেন না। তবে ধারাবাহিক প্রক্রিয়া শুরু হবে বলে বিশ্বাস সকলের।

দলের সঙ্গে ভিসা জটিলতার কারণে দুবাই যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। আজ তাদের উড়াল দেওয়ার কথা রয়েছে। এছাড়া দুবাইয়ে সবার আগে পৌঁছে যাওয়া নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ