খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৫ দেশ থেকে আমদানির চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারত থেকে খাদ্য আমদানি করা হবে।
নভেম্বরে বিশ্বে খাদ্য ঘাটতির শঙ্কা রয়েছে, তবে বর্তমানে দেশে ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ থাকায় দেশে ঝুঁকি কম বলে বলেও জানান তিনি।
সচিব জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ৫ দেশ থেকে আমদানির উপর নির্ভর না করে বিকল্প আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেন শেষ মূহুর্তে জটিলতা এড়ানো যায়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।