spot_imgspot_img
spot_imgspot_img

ঢাকার পর এবার চট্টগ্রামেও ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ

spot_img

 

- Advertisement -

ঢাকায় বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে বাসচাপায় নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে বন্দর নগরী চট্টগ্রামেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে।

বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও শ্লোগান দিয়ে জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।

সেখানে ছাত্ররা সড়ক দুর্ঘটনার জন্য নৌ পরিবহণমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।

এসময় মিছিলের পিছনে পিছনে পুলিশের গাড়ি যেতে দেখা যায়। জামালখান প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে ব্যাপক ‍পুলিশ মোতায়েন ছিল।  পুলিশ শিক্ষার্থীদের অনুরোধ করে রাস্তা অবরোধ না করে ফুটপাতে দাঁড়াতে।

শিক্ষার্থীরা পরে রাস্তা ছেড়ে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, দুপুরের দিকে কিছু শিক্ষার্থী মিছিল করেছে জামালখান এলাকায় পরে পুলিশের অনুরোধে তারা চলে গেছে। তেমন কিছুই হয়নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ