কোনোধরণের সমাধান ছাড়াই যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। এরমধ্য দিয়ে দুইদেশের পণ্যের ওপর ১৬ বিলিয়ন মূল্যের শুল্কারোপও কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুইদেশের উচ্চপর্যায়ের এ বৈঠকের পর লিন্ডসে ওয়াল্টার্স এক বিবৃতিতে জানান, চীনের সাথে দুই দিনব্যাপী বৈঠকটি সমাপ্ত হয়েছে। স্বচ্ছতা ও ভারসাম্যতা রক্ষায় পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক কীভাবে জোরদার করা যায় সে প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। এসময় মানব সম্পদ ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান।
চীনা বাণিজ্যমন্ত্রী যদিও এ আলোচনাটি ‘গঠনমূলক’ বলে জানিয়েছেন। তিনি আরো জানান, বাণিজ্য ইস্যুতে দুই দেশ ভবিষ্যতে কয়েকধাপ এগিয়ে যাবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন শুল্কারোপের বিষয়ে এ মন্ত্রণালয়টির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে দুই দেশ আবারও তাদের পণ্যের ওপর ৫০ বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপের হুমকিতে রয়েছে। রয়টার্স