সিরাজুল আলম টিপু : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আনিকা হার্ডওয়ার এন্ড থাই এ্যালমুনিয়াম নামক দোকানে গিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক ৫ হাজার টাকা চাঁদা দাবিকালে মো. রাশেদুল ইসলাম (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। রাশেদ পটিয়া পৌসভার ৮ নং ওয়ার্ডের গোবিন্দারখীল গ্রামের ডাক্তার বাড়ির নাজির আহমদের ছেলে বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে স্বীকার করেছে।
কোতোয়ালী থান-পুলিশের সূত্রমতে, গত ২৯ সেপ্টেম্বর এসআই মৃণাল কান্তি মজুমদার ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করেন। পরবর্তীতে জনৈক মোহাম্মদ হাছানুল আলম (৩২) থানায় হাজির হয়ে ধৃত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।