শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

সীতাকুণ্ডে একই ঘরে ২ আদিবাসী বান্ধবীর ঝুলন্ত লাশ

 

- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ডে একই ঘরে দুই আদিবাসী কিশোরী বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিবারের দাবি কেউ তাদের মুখে বিষ ঢেলে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এদিকে পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত কিশোরী শুকলতি ত্রিপুরা (১৫) পিতা পুলেন কুমার ত্রিপুরা এবং ছবি রানি ত্রিপুরা (১৪) পিতা সুমন কুমার ত্রিপুরা ৫নং ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

শুকলতি ত্রিপুরা এবং ছবি রানি ত্রিপুরা দুই বান্ধবী। শুকলতির বাসা থেকে দুই বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে পৌরসদরের ৫নং ওয়ার্ডের চন্দ্র নাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত আদিবাসী পল্লী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

শুকলতি ত্রিপুরার মা স্মৃতি কনা ত্রিপুরা জানান, সকালে ঝুম চাষ করতে তারা স্বামী-স্ত্রী পাহাড়ে যায়। বিকালে এসে মেয়ে দুটির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘাতকরা মেয়ে দুটির মুখে বিষ ঢেলে দেয়। আবুল হোসেন নামে এক বখাটে তাদের উত্ত্যক্ত করত বলে তিনি জানান।

স্থানীয় কাউন্সিলর শফিউল আলম মুরাদ বলেন, আদিবাসী পল্লীতে দুই কিশোরী নিহতের ঘটনা ঘটছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজ্জাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে। যুগান্তর

সর্বশেষ