বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রাম ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মামুনের জন্মদিন

 

- Advertisement -

শুভ জন্মদিন বন্ধু কথাটি কঠিন আবেগের। আমরা কে না চাই আমাদের বন্ধুদের জন্মদিনে – শুভ জন্মদিন বন্ধু কথাটি বলতে! বন্ধুকে উইশ করতে সবারই ভালো লাগে। আমরা চাই আমাদের বন্ধুরা দিন নয়, মাস নয়, বছরও নয়, হাজার বছর বেঁচে থাকুক। বন্ধু হল এমন যার কাঁধে মাথা রেখে হাসা যায় আবার কাঁদা যায়, কিন্তু সে কাঁদায় লজ্জা নেই। রাগ, অভিমান ও ভালোবাসায় বন্ধুত্বের বন্ধন অটুট থাকে। আমরা আশাকরি বন্ধুদের জীবন অনেক সুন্দর হোক আর সুখের হোক। চট্টগ্রাম ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠা সভাপতি মো.মামুন আজ ৬ই জুন বুধবার ২০১৮ তারিখে ৪০বছর জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ১১নং ওয়ার্ডের বর্ষিয়ান যুবলীগ নেতা মো.শরীফ,মো.নজরুল ইসলাম,সোহেল,মো.কামরুলসহ আরও অনেকে আনন্দঘন পরিবেশের মধ্যে পালন করেছে মো.মামুনের জন্মদিন। তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রতিষ্ঠিত ইন্টারনেট কোম্পানী লিংক থ্রী টেকনোলোজী লিমিটেডের প্রকৌশলী হিসবে দীর্ঘ ১১ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নের কর্মকান্ডে জড়িত আছেন।

সর্বশেষ