তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে এক রিকশাচালকের টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এরা হলেন শওকত ওরফে রনি (২২) ও রাসেল (২৬)। গতকাল বৃহস্পতিবার সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
- Advertisement -
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন প্রিয় সংবাদ ডটকমকে জানান, সকালে রশিদ বিল্ডিং মোড়ে বাংলাবাজার সমাজকল্যাণ উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক রিকশাচালকের কাছ থেকে সাড়ে ৩০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রনি ও রাসেল। এ সময় ওই এলাকায় দায়িত্বে থাকা থানার টহল দল তাদের ধাওয়া করে ধরে ফেলে। তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।