- Advertisement -
জাহাঙ্গির আলম সেজান : চট্টগ্রাম মহানগরীতে মাদক বিক্রির তথ্য পেয়ে অভিযানে গিয়ে পুলিশ উদ্ধার করেছে ৭৫ টি মোবাইল ফোন ও ৫ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোলশহর আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর প্রিয় সংবাদ ডটকমকে বলেন, ইয়াবা ব্যবসার খবর পেয়ে গ্রিনভ্যালী আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাসা থেকে মোট ৬০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫ টি অন্যান্য মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি শাবনুর পালিয়ে যান বলে জানান ওয়ালী উদ্দিন।