মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

খালেদা জিয়ার আপিল শুনানির দিন ধার্য সোমবার

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য করার বিষয়ে আগামীকাল আদেশ দিবেন হাইকোর্ট।

রোববার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল সহ পৃথক তিনটি আপিল শুনানির দিন ধার্য করার জন্য আবেদন করছি। আপিল বিভাগের নির্দেশনা আছে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিস্পত্তি করার। পরে অাদালত অাগামীকাল দিন ঠিক করবেন বলে জানান।

সর্বশেষ