প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশেরই মঙ্গল: পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

- Advertisement -

প্রতিবেশী দেশের সঙ্গে কোনও বিরোধ নেই বলে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। সবাইকে নেতিবাচক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, নির্বাচন আসেন, আলোচনা হউক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানব না বলে খেলা হবে না, তা হতে পারে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে। বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের যথাযথ সম্মান দিতে হবে। মানব জাতির আদিমতম পেশা কৃষি। এটি রিজিকের পেশা, খাবারের পেশা ও এটাই হবে মানবের শেষ পেশা।

সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ