চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে ব্যাংক কর্মচারী

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইকারীর কবলে পড়ে এক ব্যাংক কর্মচারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দৃুপুরে কোতোয়ালী থানাধীন এলাকায় এ ঘটনায় আহত ওই ব্যাংক কর্মচারী হলেন আব্দুল গফুর (৪৬)। ঘটনার পর পর তাকে রক্তাক্ত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালে অবস্থানরত আহত ব্যাংক কর্মচারীর এক সহকর্মী জানান, ইউসিবি ব্যাংক থেকে ১ লক্ষ টাকার বন্ড নিয়ে যাওয়ার সময় কোতোয়ালী থানাধীন শাহ আমানত মার্কেটের সামনে আসলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে বন্ডগুলো ছিনিয়ে নেয়। পরে অন্যান্যরা ছিনতাইকারীদের তাড়া করে এগুলো উদ্ধার করা হয়। বর্তমানে আহত ওই ব্যাংক কর্মচারী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে চন্দনাইশ উপজেলার কালাইমারী গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে কর্মরত রয়েছেন।

সর্বশেষ