চট্টগ্রামে খোলা ম্যানহোলে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

সিরাজুল আলম টিপু : চট্টগ্রাম মহানগরীর রাস্তার পাশে খোলা ম্যানহলে অসাবধনাতা বশত পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার আগ্রাবাদ গোসাইল ডাঙ্গা এলাকা থেকে মো. মোশাররফ হোসেন (১৩) নামে ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোশাররফ হোসেন তার বাড়ি কুমিল্লা বলে জানাতে পারলেও অন্যকিছু বলতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রেজাউল কবির বলেন, আজ (গতকাল মঙ্গলবার) দুপুরে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যান মোশাররফ হোসেন। তাকে চিৎকার করতে দেখে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ২টা ২০ মিনিটের দিকে তাকে উদ্ধার করতে সমর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ