সাইফুল ইসলাম : চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকা থেকে গ্রেফতার হওয়া মোছাম্মৎ রুমা আকতার (২০) ও মো. আবদুল মালেক (৪৫) নামে গ্রেফতার হওয়া দুই মানবপচারকারীতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একটি আদালত। চকবাজার থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এদের আদালতে আনা হলে আদালত এই আদেশ দেন।
এর আগে গত সোমবার বিকেলে এদের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এই দুই মানবপাচারকারীকে আটক করে র্যাব-৭ এর সদস্যরা। এসময় পাচারের জন্য অপহৃত তিন শিশুকেও উদ্ধার করা হয়েছে। দুই মানব পাচারকারীর বাড়ি বাঁশখালীর ছনুয়া এলাকায়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানা বলেন, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে রুমা আকতার ও আবদুল মালেক নামে দুই মানবপাচারকারীকে আটক করেছিল র্যাব-৭। এসময় তাদের হেফাজত থেকে পাচারের জন্য অপহরণ হওয়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। শাহেদা সুলতানা বলেন, সোমবার বিকেলে মুরাদপুর এলাকায় অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা এক শিশুকে খুঁজে পায় র্যাব। পরে সেই শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে আরও দুই শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের বিস্তারিত পরিচয় রেব করার চেষ্টা চলছে বলে জানান তিনি।