জেসাদ আলম সম্রাট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে ইউএস বাংলার একটি ফ্লাইট (৩৩৪) দুই ঘন্টা আটকা ছিল। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ফ্লাইটটি দোহা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর যান্ত্রিক সমস্যা ধরা পড়ায় ঢাকার উদ্দেশ্যে উড্ডন করতে পারেনি।
চট্টগ্রাম শহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই- জামান জানান, ইউএস বাংলার উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে টেক অফ না করে ফিরে এসেছে। উড়োজাহাজটির প্যানেলে ইনডিকেশন প্রোবলেম হয়েছিল। খবর পেয়ে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে সে সমস্যার সমাধান করে বলে তিনি জানান।