শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

কোটা সংস্কারে কমিটি গঠনকে স্বাগত জানিয়েছে আন্দোলনকারীরা

 

- Advertisement -

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা অথবা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকারীরা এই কমিটি গঠনকে স্বাগত জানিয়েছে। বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। কমিটি গঠন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন  বলেন, আমরা কমিটি গঠনকে ইতিবাচকভাবে নিচ্ছি। তবে সরকার এ কাজটি আরো আগেও করতে পারতো। কিন্তু তারা তা করেনি।
আর সরকার আন্তরিক নয় বলে তাদের অবহেলার কারণে আজকের এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবুও আমরা কমিটি গঠনকে ইতিবাচকভাবে নিচ্ছি। তিনি বলেন, এখন আমরা মিথ্যা মামলায় আটক আমাদের ভাইদের নিঃশর্ত মুক্তি চাই। একই সঙ্গে সারা দেশে আহতদের সরকারিভাবে চিকিৎসার দাবি জানাই। সূত্র:মানবজমিন

সর্বশেষ