ইয়াবা কাণ্ডের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।
জানা গেছে, ৬ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি (নম্বর : ঢাকা মেট্রো-ঘ ১৩-৬২০৯) জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা ৪ জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে ডিবির একটি অভিযানিক টিম। তবে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তাৎক্ষণিক তিন ইয়াবা কারবারিকে ছেড়ে দেওয়া হয়।
গুরুতর এ অপরাধ আড়াল করতে অভিযানে দেখানো হয় চকরিয়া থানাধীন ডুলহাজারার ইউনিয়ন। সেখানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ এবং ইয়াবা বহনকারী গাড়ির চালক ইসমাইলকে গ্রেফতার দেখিয়ে চকরিয়া থানায় একটি মামলা করা হয় (মামলা নং- ১৬)। মামলার বাদি করা হয় এসআই সমীর গুহকে।
নিয়মানুযায়ী জব্দ করা গাড়ি চকরিয়া থানায় হস্তান্তর করার কথা। কিন্তু তা না করে জেলা পুলিশ লাইনে এনে রাখা হয়। পরে অভিযানের জব্দ হওয়া ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা আত্মসাৎ করে পুলিশ। পরে তড়িঘড়ি করে পিসপ্রতি ৯৫ টাকা করে ২ কোটি ৯ লাখ টাকায় ঘনিষ্ঠ কারবারিদের কাছে বিক্রি করে ডিবি।