spot_imgspot_img
spot_imgspot_img

ভারত সফরে আবদুল আউয়াল মিন্টু

spot_img

 

- Advertisement -

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের একাধিক রাজনীতিবিদ এরই মধ্যে ভারত সফর করে গেছেন। এমনই এক সফরে বর্তমানে ভারতে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গত কয়েকদিন ধরেই তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। বিজেপি নেতা রাম মাধবের সঙ্গে তার বৈঠকে হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
এর আগেও বিএনপির একাধিক নেতা ভারত সফর করে গেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধি দলও ভারত সফর করেছে। এছাড়া, বেশ কয়েকটি ছোট ছোট দলের নেতারাও ভারতে এসে নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারতীয় মিডিয়ার খবরে বলা হযেছে, বিএনপির তরফে নির্দিষ্ট বার্তা নিয়েই দিল্লি এসেছেন মিন্টু।
বার্তাটি হল, শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি কূটনৈতিক পক্ষপাত বহাল না-রেখে বিএনপি-র সঙ্গেও সমঝোতা করুক সাউথ ব্লক। চলতি বছরের জানুয়ারিতে নাগপুরে আরএসএস-এর একটি অংশের সঙ্গে বিএনপি-র কয়েক জন প্রতিনিধি দেখা করেছিলেন। বছর খানেক আগে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলে সঙ্ঘের প্রবাসী কিছু নেতার সঙ্গেও তাঁর কথা হয়েছিল। খবরে আরও বলা হয়েছে, মিন্টু তাঁর চলতি সফরে ভারতীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে, তাঁরা বাংলাদেশে ক্ষমতায় এলে মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়বে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ