তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. হাসান (২৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে মহানগরের বন্দর থানার কাস্টম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাসানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চমেক সূত্রে জানা গেছে, কাস্টম মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক মো. হাসানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।