প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২ ও ১১ আগষ্ট চট্টগ্রামের দুটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, “দৈনিক আলোকিত চট্টগ্রাম ও চট্টগ্রাম প্রতিদিনে” হালিশহরের ‘বড়পোলে রাস্তা দখল করে কাদেরের জমিদারি, ট্রাক স্ট্যান্ডের আড়ালে মাদকের আসর’ও ‘ছাত্রদল নেতা থেকে ওসি—ক্ষমতা দেখিয়ে ‘সেয়ানা ট্যাক্স’, অবৈধ দোকান বানিয়ে নেন চাঁদা’শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন চট্টগ্রামের বড়পুল নতুন পাড়া এলাকার সমাজকর্মী ও যুবলীগ নেতা মোঃ কাদের ।

- Advertisement -

প্রায় সাড়ে চার লাখ পাঠকের বিশ্বস্ত অনলাইন গণমাধ্যম “প্রিয়সংবাদবিডি.কমে” পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, ”আমাকে জড়িয়ে যে দুটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিবেদনের নামে এক তরফা ভুয়া,ভিত্তিহীন,মানহানিকর, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদের বিষয়ে এ প্রতিবেদক আমাকে ফোন করলে আমি তাকে আমার অফিসে আসার কথা বলি, কিন্তু চা খাওয়ার কথা বলিনি ।

উদ্দেশ্যমূলক ভাবে আমার কোন বক্তব্য না নিয়ে যা খুশি লিখে প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকতার মত মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।

আবার আমাকে ‘সেয়ানা ছেলে’উল্লেখ করে আমার রাজনৈতিক ক্যারিয়ারে নোংরা দাগ লাগানোর যে হীন প্রচেষ্টা তিনি করেছেন তার কোন ভিত্তি নেই। বড়পুল মোড়ে আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নই। এদিকে চট্টগ্রাম বন্দর থানার কোন ওসির সাথেও আমার পরিচয় নেই। ফলে তার রাজনৈতিক পরিচয় নিয়ে যে রং লাগানো হচ্ছে তাও বানোয়াট তথ্য।

এমন মিথ্যা তথ্য দিয়ে আমাকে ওসির সাথে জড়িয়ে কাল্পনিক ও হলুদ সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত রাজনৈতিক ও সমাজকর্মী হিসবে বিট পুলিশের সাথে বিভিন্ন সামাজিক বিচার শালিসি বৈঠকে অংশ গ্রহণ করে সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস পরিশম করায় স্হানীয় মানুষ ও তরুণ প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা আমাকে প্রচন্ড ভালবাসে, কাছে ডাকে,আমার ডাকেও তারা সাড়া দেয়।

তরুণ প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ এমন মোটিভেশনাল স্পিচ দেন আমার প্রাণপ্রিয় রাজনৈতিক নেতা জনাব আজিজ ভাই। চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সমুহের সবাই জানে আমি আজিজ ভাইয়ের ত্যাগী কর্মী ও রাজপথের লড়াকু সৈনিক।

বঙ্গবন্ধুর আদর্শের জ্বলন্ত প্রতিচ্ছবি,মাননীয় প্রধানমন্ত্রীর ত্যাগী কর্মী, চট্টগ্রাম মহানগরের সাবেক মেয়র চট্টগ্রামের প্রাণপুরুষ, আধুনিক চট্টগ্রামের রূপকার, চট্টগ্রাম বন্দর রক্ষার সিংহ পুরুষ, বীর চট্টলার সিংহ পুরুষ মরহুম মহিউদ্দিন চৌধুরীর একনিষ্ঠ, বিশ্বস্ত কর্মী ও সংগঠক, মাননীয় মন্ত্রী নওফেল ভাইয়ের ডান হাত, আমাদের আদর্শিক গুরু আজিজ ভাইয়ের রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি হাইব্রিড রাজনৈতিক গোষ্ঠী আমাদের চরিত্রে সন্ত্রাসী ও চাঁদাবাজ তকমা দিয়ে তাকে প্রশ্ন বিদ্ধ করতে চায়।

আর তাই আমার মতো তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের টার্গেট। যারা আজকে আমাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে করোনা মহামারির সময় তারা কোথায় ছিল? গত তিন মেয়াদের সরকারের কর্মী হয়েও কোনো অপরাজনীতির সাথে জড়িত ছিলাম না। মানুষের পাশে থেকে রাতের অন্ধকারে ও দিনের আলোয় নিজের ও নিজের ছোট ভাইদের নিয়ে অলিতে গলিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছি,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করেছি।

শুধু তাই নয় নিজেদের ছোটখাটো ব্যাবসার রুটি-রুজির সর্বশেষ নগদ সম্বল ও মধ্য বিত্ত নাগরিকের বাসায় পৌঁছে দিয়েছি। উদ্দেশ্য একটায় করোনা মহামারির সময়টা অন্তত নিরাপদে দুটো খেয়ে-পরে বাঁচতে পারে।

এসব সামাজিক কর্মকাণ্ডের কারণে মানুষ আওয়ামী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েছে, এটাই আমার মানসিক শান্তি ও সফলতার সোপান। কত শত লোকের বাসায় ত্রাণ পৌঁছে দিয়েছি তা হালিশহর, বড়পুল, নতুন পাড়া সহ আশপাশের খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ ভালো করেই জানে।

আর তাই বলবো, মাদকের বিরুদ্ধে কথা বলা আমি কাদের নাকি সেয়ানা কাদের!!! ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে সমাধানের চেষ্টা করে হয়ে গেছি দখলদার,চাঁদাবাজ!!? এসব হীন চক্রান্ত কারা করছেন তাও জানি। ব্যাক্তিগত ভাবে কাউকে আক্রমণ করে কথা বলার শিক্ষা আমার নেতা আজিজ ভাইয়ের কাছে শিখিনি। সবার সাথে সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান করে তৃণমূলের কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে চাই।

আগামীর নতুন বাংলাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখতে চাই। রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি করতে গিয়ে মিডিয়াকে ঢাল হিসেবে ব্যাবহার করে নিজেদের নোংরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের অপকৌশল বাদ দিয়ে মাঠে আসেন, কাজ করেন সুস্হ রাজনীতির চর্চা করেন, এটাই সবার জন্যে মঙ্গলজনক হবে। তাই আবারো বলছি ওইসব ভুঅ অভিযোগের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর ওসি সাহেবও জড়িত নন। সেই সাথে সাংবাদিক ভাইদের কাছে ভবিষ্যতে এধরণের তথ্য প্রকাশে আরো অধিক যত্নশীল হবার বিনীত অনুরোধ অনুরোধ করছি । অন্যথায় আজকে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আগামীতে আইনগত ব্যাবস্হা গ্রহন করবো।

বিনীত নিবেদক আপনাদের সেবক মোঃ কাদের, নতুন পাড়া।“ 

প্রতিবাদ লিপির দাবীর স্বপক্ষে নিচে উপস্থাপিত ছবি ও ভিডিও চিত্র । দেখেই সত্য মিথ্যা যাচাইয়ের অনুরোধ করছি ।

 

 

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের সাথে মোঃ কাদের ।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে মোঃ কাদের । 
অন্যান্য প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহনের স্থির চিত্র
করোনা মহামারীতে দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরনের প্রস্তুতি কালে
এলাকাবাসীর সাথে
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিচার ও শালিশ কার্যক্রমে অংশগ্রহন
স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক ব্যাক্তিদের সাথে স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের স্থিরচিত্র ।

করোনা মহামারীতে দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরনের প্রস্তুতি রা রাতের আধারে ত্রাণ বিতরণের খন্ডচিত্র 

সর্বশেষ