বন্দর শাখা ছাত্রলীগের শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন

 

- Advertisement -

এসকে সাগর: বন্দর শাখা ছাত্রলীগের উশিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন উদ্যোগে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বনাঢ্য কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিন সকালে রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয় এরপর যথাক্রমে পথশিশুদের মাজে শিক্ষা উপকরন বিতড়ন, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ৷ মোঃ সোহেলের সভাপতিত্বে ,ইমাম হোসেন প্রান্ত ও আহমেদ রকিব বাবু র সঞালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদ ( সি,বি,এ) সভাপতি আবুল মুনছুর ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু ,বন্দর কর্মচারী পরিষদ এর আইন বিষয়ক সম্পাদক ফরিদুর রেজা, বন্দর কর্মচারী পরিষদের সদস্য আশীষ কান্তী মহুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদ (সি,বি,এ) যুগ্ন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ৷ এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবনেতা মাহামুদুল হাসান সিপন ,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল, মহানগর ছাত্রলীগের সদস্য সাজীবুল ইসলাম সজীব, ছাত্রনেতা আনিছুর রহমান শরিফ, সাইদুর রহমান বাবু, আদিত্য দে বাপ্পা, নুর আলম,হারুনুর রশিদ, ইসমাইল হোসেন শামীম, মোঃ জুয়েল, মোঃ রায়হান, চয়ন, রাজা শাহ, প্রান্ত, মোঃ আরিফ, শান্ত, বাবলু ,ইমন ,হৃদয় সহ নেতৃবর্গ ৷ সমাজিক সংগঠন ইয়াং বয়েজের সার্বিক সহযোগিতায় এ দিনব্যাপি আয়োজনে বক্তারা বলেন আর্দশিক পিতা মুজিবের আর্দশ বুকে লালন করে, ত্যাগের মহিমায় দেশ গঠনে নিজেকে উজার করে দিতে পারাই হবে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার বহিপ্রকাশ ৷

সর্বশেষ