বৌদ্ধ সম্পাদয়ের আর্ন্তজাতিক প্রজ্ঞানন্দ বিদর্শন ভাবনা কেন্দ্র সার্বজনীন বৌদ্ধ বিহারে গতকাল রোজ শুক্রবার দুপুরে ১০ নং জঙ্গল সলিমপুর পাথরীঘোনা বড়ুয়া পাড়া শাখার উদ্দ্যোগে বৌদ্ধবিহারে শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে অষ্ঠপরিস্কারদান ,সংঘদান, বৌদ্ধমূর্তি দান.বিহার উৎসর্গ, সংর্বধ্বনা ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো। প্রধান ধর্ম আলোচক ছিলেন, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ সাধারন সম্পাদক ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধন করেন আর্ন্তজাতিক প্রজ্ঞানন্দ বিদর্শন ভাবনা কেন্দ্র সার্বজনীন বৌদ্ধ বিহার প্রতিষ্টাতা পরিচালক দীপানন্দ স্থবির। প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী সস্মলিত বৌদ্ধ পরিষদ কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিরেন, কর্তালা বেলখাইন সর্দ্ধমলংকার বিহার আবাসিক প্রধান সুমনা তিষ্য স্থবির, প্রজ্ঞানন্দ ওয়েল ফেয়ার ষ্ট্রাট
সাধারন সম্পাদক রতনানন্দ স্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন, সিনিয়র রিপোর্টার দৈনিক পূর্বকোণ নিজাম হায়দার সিদ্দিকী,ছিন্নমূল পাথরি ঘোনা বড়ুয়া পাড়া শাখার সভাপতি সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাধারন সম্পাদক টুকু বড়ুয়া, মুকুল বড়ুয়া, রাহুল বড়ুয়া ও উদয়ন বড়ুয়া। ১০ নং জঙ্গল সলিমপুর ইউপি সদস্য গফুর মেম্বার, ফটিকছড়ি ১৭ নং জাফরনগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান টুবুল বড়ুয়া,বিপ্লব বড়ুয়া সোহেল,শিশীর বড়ুয়া।